ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হোন্ডা ফুটসাল লিগ-২০২৫ আয়োজন করা হয়েছে। বুধবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার কার্নিভাল হলে এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত এ ফুটসাল লিগে অংশগ্রহণ করছে ৩২টি দল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুসুমু মরিসাওয়া ও প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি দলের লোগো উন্মোচন ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা।