ফাহিমা সুলতানা সর্বোচ্চ ৩৪ রান করেন। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অতিরিক্ত খাত থেকে, ৩০ রান। নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে নিগার বাহিনী ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে। গুয়াহাটিতে নিগারদের ব্যাটিং লাইন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। নিগার বাহিনী এতটাই বাজে ব্যাটিং করেছে, মাত্র তিনজন ব্যাটার ২ অঙ্কের রান করেন। ফাহিমা ছাড়া নাহিদা আক্তার ১৭ ও রাবেয়া খান ২৫ রান করেন। তিন ব্যাটার একত্রে রান করেন ৭৬ এবং অতিরিক্ত ৩০ মিলিয়ে মোট রান ১০৬। বাকি আট ব্যাটার একত্রে রান করেন ২১। অবিশ্বাস্য হলেও সত্যি! গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তা না পেলেও নারী বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল নিগারদের। হারিয়েছিল পাকিস্তানকে। বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার আগে নারী দলের অধিনায়ক নিগার ও কোচ সারোয়ার ইমরান টার্গেট দুটি জয়ের কথা জানিয়েছিলেন। পাকিস্তানকে হারিয়ে প্রথম টার্গেট পূরণ করেছে নিগার বাহিনী। দ্বিতীয় টার্গেট ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে খেলা ২০ অক্টোবর। আট দলের বিশ্বকাপে গতকাল গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলেছে নিগার বাহিনী। নিউজিল্যান্ডের ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৯.৫ ওভারে ১২৭ রানে। বাংলাদেশের পরের ম্যাচ ১৩ অক্টোবর বিশাখাপট্টমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নিউজিল্যান্ড খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ নিয়ে। বাংলাদেশ খেলেছে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে। যদিও আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে। গতকাল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে নিগার বাহিনী খেলেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। রিতু মনি ও সানজিদা আক্তারের পরিবর্তে খেলেন সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি। নিশিতা অফ স্পিনার এবং সুমাইয়া ব্যাটার। আগের দুই ম্যাচের মতো নিগার বাহিনী খেলেছে এক পেসার নিয়ে। একমাত্র পেসার সুইং বোলার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ইনসুইংয়ে টানা ২ বলে ২ বোল্ড করে ফোকাস টেনে নেন মারুফা। ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ বোলিংয়ে ২ উইকেট নেন। গতকাল ১ উইকেট পেলেও ছিলেন খরুচে। ৭ ওভারে রান দিয়েছেন ৫৮। চার খেয়েছেন ১০টি ও ছক্কা একটি। দারুণ বোলিং করেছেন লেগ স্পিনার রাবেয়া খান। ১০ ওভারের স্পেলে ৩০ রানের খরচে নেন ৩ উইকেট; যা ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং স্পেল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে, ২০২৩ সালে, ২৯ রানে ৩ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের স্পেল ১০-১-৩০-৩। বিশ্বকাপে বাংলাদেশ একমাত্র দল যেখানে একজন পেসার দিয়ে একাদশ সাজানো হয়। তিনজন লেগ স্পিনার খেলেন একাদশে। রাবেয়া ছাড়া বাকি দুই লেগ স্পিনার স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। ইংল্যান্ডের বিপক্ষে ফাহিমা দুর্দান্ত বোলিং করেন। ১৬ রানের খরচে নিয়েছিলেন ৩ উইকেট। গতকাল ৯ ওভারে ৩৭ রানের খরচে নেন ১ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ৫ রানের খরচে ৩ উইকেট নেওয়া স্বর্ণা গতকাল ছিলেন উইকেটশূন্য। বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার বরাবরই ধারাবাহিক। ৩৬ রানের খরচে নেন ১ উইকেট। নিগার বাহিনীর বোলিং মোকাবিলা করে সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে ২৭.৩ ওভারে ১১২ রান যোগ করেন চতুর্থ উইকেট জুটিতে। ৩৮ রানে ৩ উইকেটের পতনের ডিভাইন-হ্যালিডে জুটি বাঁধেন। দুজনে জুটি গড়তে হাফ সেঞ্চুরি করেন। ডিভাইন রয়েছেন দারুণ ছন্দে। আসরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১২ বলে ১১২ রান করেন। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৫ রান করেন। গতকাল ৬৩ রান করেন ৮৫ বলে ২টি করে চার ও ছক্কায়। ম্যাচসেরা হ্যালিডে ৬৯ রান করেন ১০৪ বলে ৫ চার ও ১ ছক্কায়।