টার্গেট মাত্র ১৯১ রান। ওভারপ্রতি ৪ রানেরও কম। প্রতিপক্ষ দলে রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার থাকার পরও জয়ের স্বপ্ন দেখেছিল মিরাজ বাহিনী। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মামুলি রান টপকাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন। ২১.৩ ওভার হাতে রেখে মাত্র ১০৯ রানে গুটিয়ে হেরেছে ৮১ রানে। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ হেরেছে মিরাজ বাহিনী। আগামীকাল হোয়াইওয়াশ এড়াতে খেলবেন টাইগাররা। অথচ শারজাহতে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইওয়াশ করেছিল টি-২০ সিরিজে। সেই ধারাবাহিকতার ছিঁটেফোঁটা ছিল না ওয়ানডে সিরিজে। শুধু তাই নয়, আফগানিস্তানের কাছে টানা তিন ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। অথচ টাইগার ক্রিকেটারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে। টানা সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের এখন কঠিন হয়ে গেছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। সিরিজ হারের পর টাইগার ব্যাটাররা চরমভাবে সমালোচিত হচ্ছেন। সিরিজের দুই ম্যাচে শতরানের জুটি হয়েছে মাত্র একটি। প্রথম ওয়ানডেতে ১০১ রানের জুটি গড়েছিলেন টাইগার অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয়। ছিল না পঞ্চাশ ঊর্ধ্ব জুটি। ওপেনারদের ছিল না কোনো উল্লেখ করার মতো জুটি। পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম। দুই ম্যাচে তার স্কোর ০ ও ১০। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে খেলতে নামা সাইফ হাসানের স্কোর ২৬ ও ২২। হৃদয়ের স্কোর ২৪ ও ৫৬, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও ২, জাকের আলি ১৮ ও ১০, নুরুল হাসান সোহান ১৫ ও ৭। অধিনায়ক মিরাজ ৪ ও ৬০ রান করেন। প্রথম ওয়ানডেতে ২২১ ও দ্বিতীয় ওয়ানডেতে ১০৯ রান করেছে মিরাজ বাহিনী। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউটে বিস্মিত টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘ব্যাটারদের বোলার দেখে নয়, বল দেখে খেলা উচিত। দলের ক্রিকেটাররা রশিদ খানকে খেলেছেন। তার বল খেলেননি।’ পরিসংখ্যান জানাচ্ছে, গত ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচে। হেরেছে ৯টি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের পর ডেভিড হেম্পের জায়গায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। সর্বশেষ ১০ ইনিংসে আড়াই শর নিচে স্কোর করেছে ছয়টিতে। ৩০০ রান করেছে এক ম্যাচে। দুই শর নিচে অলআউট হয়েছে দুবার।
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চরমভাবে ব্যর্থ ব্যাটাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর