বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রস্তুতকৃত ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করেছেন হাই কোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়িরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি রুল জারি করেছেন আদালত। রুলে ভোটার তালিকায় ওই ১৫টি ক্লাবের কাউন্সিলরদের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহা. এরশাদুল বারি খন্দকার। তিনিই আদেশেরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ আদেশের ফলে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারবেন না। রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহুরুল হক।
১৫ ক্লাবগুলো হচ্ছে- এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব। আইনজীবীরা জানিয়েছেন, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায়, দুদকের আপত্তির কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের কাউন্সিলররা আপিলে জয়ী হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন। এ ক্লাবগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যায় সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ক্লাব হিসেবে অভিযুক্ত। তাতে করে বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান বাদ পড়েছেন।