ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) প্রথম রাউন্ডেই থেমে গেল লেস্টার সিটির অভিযান। এ দিন হামজা চৌধুরী দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমে অসাধারণ গোল করেন। এটি তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের দ্বিতীয় গোল ছিল। ডিফেনসিভ এই মিডফিল্ডার ২০২০ সালে তাঁর প্রথম গোলটিও করেছিলেন লেস্টারের জার্সিতে, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে। তবে ইংলিশ ফুটবল লিগ কাপে হামজার গোলটি শেষ পর্যন্ত জয়ের আনন্দে রূপ নেয়নি। বুধবার জন স্মিথ স্টেডিয়ামে হাডার্সফিল্ডের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেননি সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় শেষে ম্যাচ ২-২ সমতায় গড়ায়, আর টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নেয় লেস্টার। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে লেস্টারের হয়ে জ্বলে ওঠেন বাংলাদেশি বংশো™ূ¢ত হামজা চৌধুরী। ডি বক্সের বাইরে থেকে সতীর্থকে পাস দিয়ে আবার বল ফিরে পান, তারপর বাঁ পায়ের নিখুঁত শটে কয়েকজন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে দুর্দান্ত গোল করেন ডিফেনসিভ মিডফিল্ডার। ৬৫ মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফিরলেও মাত্র ৩ মিনিট পর হ্যারি উইনকসের চমৎকার ফিনিশিংয়ে আবারও লিড নেয় লেস্টার। তবে ৭৬ মিনিটে বাঁ দিক থেকে হওয়া আক্রমণে ক্যামেরন এশিয়া গোল করে স্বাগতিকদের আবার ম্যাচে ফেরান। টাইব্রেকারে লেস্টারের তিন শটই নষ্ট হয়।
জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাক্যাতি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। হাডার্সফিল্ড তাদের সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে, যেখানে ২৫ আগস্ট তারা মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের মাঠে।