নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার অস্ট্রিয়াতে প্রথম প্রাক মৌসুম ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে ডব্লিউএসজি টিরলকে। ম্যাচের শুরুতেই ফরাসি ফরোয়ার্ড জোড়া গোল করলে রিয়াল মাদ্রিদ এ ম্যাচকে অনেকটা একপেশে করে ফেলে। দশম মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর এমবাপ্পের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৫৯ মিনিটে এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোল করেন। এদিন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোন্সো দ্বিতীয়ার্ধে সাত পরিবর্তন আনেন। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় রদ্রিগো স্কোরশিটে নাম লেখান। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলটি করেন তিনি।
৭১ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক তার শট লুফে নেন। আগামী ১৯ আগস্ট রিয়াল মাদ্রিদ তাদের লা লিগা মৌসুম শুরু করবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওসাসুনা।