প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টে ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার শিরোপা জয়ের উৎসব পালন করতে চেয়েছিলেন বেঙ্গালুরুর দলটির ফ্র্যাঞ্চাইজিরা। জুনে উৎসবটির শুরু দারুণভাবে হয়েছিল। অবশ্য শেষ দিকে হয়ে ওঠে বেদনাবিধুর। পদদলিত হয়ে মারা যায় ১১ জন। ওই ঘটনার পর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনোরকমের ম্যাচ আয়োজন করছে না এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কর্ণাটক রাজ্য সরকার খেলা আয়োজনে এখনো অনুমতি দেয়নি। এজন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে হতে পারেনি মহারাজা কাপ টি-২০ টুর্নামেন্ট। সেটা সরিয়ে নেওয়া হয়েছে মহীশূরে। খেলা না হওয়া ও অনুমতি প্রসঙ্গে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। অপেক্ষায় আছি অনুমতি পাওয়ার। যদিও অনুমতি মেলেনি। অবশ্য অনুমতির যদি রীতিই না থাকত, তাহলে মহীশূরে মহারাজা কাপের অনুমতি দিত না। তাই আমরা অপেক্ষা করছি। এখনো অনেক সময় বাকি।’ ক্রিকবাজ আরও জানিয়েছে, যদি অনুমতি না মেলে, তাহলে সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর নারী বিশ্বকাপের খেলা বেঙ্গালুরু থেকে সরে যেতে পারে। বেঙ্গালুরু স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল হওয়ার কথা। কোনো কারণে অনুমতি না মিললে এ চারটি ম্যাচের ভেন্যু বদলাতে পারে। এখানে নিগার সুলতানাদের খেলাও রয়েছে। যদিও নতুন ভেন্যুর বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রানরেটের সামান্য অ্যাডভান্টেজ নিয়ে নারী বিশ্বকাপে খেলছে নিগার বাহিনী। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পও করছেন নিগাররা। যদিও বিশ্বকাপে নামার আগে বড় দলগুলোর বিপক্ষে প্রস্তুতি হিসেবে কোনো ধরনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। কারণ, যেসব দল বিশ্বকাপ খেলবে, সেগুলোর রয়েছে টাইট স্ক্যাজুয়াল। সেজন্য সিলেট ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় দলগুলোর বিপক্ষে খেলেই প্রস্তুতি সেরে নিচ্ছেন নিগাররা। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ খেলবে সাতটি। বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। ফাইনাল ৩ নভেম্বর। নিগারদের প্রথম ম্যাচ ২ অক্টোবর, কলম্বোয় পাকিস্তান, ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড, ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ তিনটি বিশাখাপট্টমে, ২০ অক্টোবর কলম্বোয় শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলবে।
এবার নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ২০২২ সালের সর্বশেষ আসরে খেলে সপ্তম হয়েছিল। একটি ম্যাচ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সিডন পার্কে প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান। ফারজানা হক পিংকি খেলেছিলেন সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। সিদরা আমিনের সেঞ্চুরির পরও পাকিস্তানের সংগ্রহ ছিল ৯ রান কম ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫। লেগ স্পিনার ফাহিমা খাতুন ৩৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট।