টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে এ আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নেতা-কর্মী নিয়ে প্রচার চালাচ্ছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটো, কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিঞা, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, ড্যাব নেতা অধ্যাপক ডা. কাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এস এম এ খালিদ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আবদুল আউয়াল। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা নায়েবে আমির প্রফেসর খন্দকার আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন ও খেলাফত মজলিসের সহসভাপতি মুফতি আবদুর রহমান মাদানী।
বেনজীর আহমেদ টিটো বলেন, ‘বিগত সময়ে অনেক জুলুম-নির্যাতন সহ্য করে দলীয় কর্মসূচিসহ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি মৌসুমি প্রার্থী নই।’ প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, ‘আমি গ্রুপের রাজনীতিতে বিশ্বাস করি না। সবাই আমার দলীয় নেতা-কর্মী। নির্বাচনে সবার সহযোগিতা দরকার তাই সবাই আমার। নানান গ্রুপে বিভক্ত বিএনপির কোনো গ্রুপে নিজেকে সম্পৃক্ত না করে কাজ চালিয়ে যাচ্ছি।’
খন্দকার আবদুর রাজ্জাক বলেন, ‘কালিহাতীতে গত ৫৪ বছরে আমাদের মুখ খুলতে দেওয়া হয়নি। আমাদের মাঠে-ময়দানে কাজ করতে দেওয়া হয়নি। এবার আল্লাহর নামে আমি নির্বাচনে নেমেছি। অনেক সম্ভবনা দেখছি। আমাদের দল বিজয়ী হতে পারলে আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় দেশ গঠন করা হবে।’