ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলীয়া খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার মেয়ে মারিয়াং আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলীয়া কালীগঞ্জ উপজেলার আখ মুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।
জানা গেছে, সন্ধ্যায় বোনের মেয়েকে দেখতে আলীয়া খাতুন ভ্যানে বাড়ি থেকে কালীগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে দুলাল মুন্দিয়া বাজারে পৌঁছালে মহাসড়কের উপর ভ্যানের এক্সেল ভেঙে পড়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।
বিডি প্রতিদিন/নাজিম