ওভাল টেস্টের ফল নির্ধারণে যখন মাত্র ৩৫ রান দরকার, তখনই বৃষ্টি ও আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা বন্ধ হয়ে যায়। ৩৭৪ রান টপকাতে ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের চাই ৬ উইকেট। এমন সমীকরণে যখন খেলা বন্ধ হয়, তখনো খেলা দুলছিল সরলদোলকের পিণ্ডের মতো! সিরিজ এমনিতেই নিশ্চিত করে নিয়েছে ইংল্যান্ড। টেস্টটি জিতলে ভারত সমতা আনবে সিরিজে।
কখনো হেড ব্যান্ড পরে খেলতে দেখা যায়নি জো রুটকে। ওভাল টেস্টে গতকাল চতুর্থ দিন হেড ব্যান্ড পরেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ১৫৮ টেস্ট ক্যারিয়ারের ৩৯ নম্বর সেঞ্চুরিটি উৎসর্গ করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পকে। তখন মাথায় পরেছিলেন থর্পের হেড ব্যান্ড। রুট এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সবচেয়ে ছন্দময় ব্যাটার। ধারাবাহিকভাবে রান করছেন। জয়ের জন্য ৩৭৪ রানের টার্গেটে দুই ইংলিশ ব্যাটার রুট ও হ্যারি ব্রুক চতুর্থ উইকেট জুটিতে ১৯৫ রান যোগ করেন। দুজনেই সেঞ্চুরি করেন। ব্রুক ওয়ানডে স্টাইলে ৩০ টেস্ট ক্যারিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি করেন। ১১১ বলের ইনিংসটি খেলেন ৯৮ বলে ১৪ চার ও ২ ছক্কায়। ৫ টেস্ট ম্যাচ সিরিজে ব্রুকের এটা দ্বিতীয় সেঞ্চুরি এবং রুটের তৃতীয়। রুট ১০৫ রানের ইনিংস খেলেন ১৫২ বলে ১২ চারে। সেঞ্চুরি করে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা। শ্রীলঙ্কান সাবেক অধিনায়কের সেঞ্চুরি ১৩৪ টেস্টে ৩৮টি। সবচেয়ে বেশি ৫১টি ভারতের শচীন টেন্ডুলকারের ২০০ টেস্টে। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ১৬৬ টেস্টে ৪৫ এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ১৬৮ টেস্টে ৪১টি। টেন্ডুলকারের রান ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১। এরপরই জো রুটের রান ১৫৮ টেস্টে ১৩ হাজার ৫৪৩।