অলরাউন্ডিং পারফরম্যান্সে বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার যুবারা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক প্রোটিয়া যুবাদের। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগার যুবারা। ২২ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বেনোনির উইলোমুর পার্কে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে হন ম্যাচসেরা। রিজান হোসেন ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় এবং মো. আবদুল্লাহ ৭ বাউন্ডারিতে ৭৬ বলে সমান ৬৩ রান করে করেন। দক্ষিণ আফ্রিকার পেসার বাসন ৪ উইকেট নেন। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে ৭০ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে প্রোটিয়ারা। কিন্তু অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়ার দৃঢ়তায় দেড় শ পার করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন বুলবুলিয়া। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রানে এবং স্বাধীন ইসলাম ২৯ রানে তিনটি করে উইকেট নেন।