বিশ্বের বিভিন্ন দেশে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পালিত হলো বিশ্ব নারকেল দিবস। তবে সাধারণ নারকেলের চেয়ে বেশি আলোচনায় এসেছে বিরল এক প্রজাতি- ‘কোকো ডি মের’ বা ‘ডাবল কোকোনাট’।
সেশেলস দ্বীপপুঞ্জে জন্মানো এই নারকেল বিশ্বের সবচেয়ে ভারী বীজ উৎপাদন করে। একটি নারকেলের ওজন ২৫ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। বিরলতার কারণে এর দামও আকাশচুম্বী- ৫০ হাজার থেকে ২ লাখ টাকায় পর্যন্ত বিক্রি হয় প্রতিটি।
শুধু দামেই নয়, পৌরাণিক কাহিনী ও বিশ্বাসের কারণেও এই নারকেল বিশেষ মর্যাদা পেয়েছে। স্থানীয়রা একে উর্বরতার প্রতীক মনে করেন। বর্তমানে এটি সেশেলসের জাতীয় প্রতীক এবং কঠোর সরকারি নিয়ন্ত্রণে সংরক্ষিত।
প্রতিবছর বিশ্ব নারকেল দিবসে এ ফল নিয়ে বাড়তি আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতে, ‘ডাবল কোকোনাট’ শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সম্পদ।
তথ্য সূত্র- ইন্ডিয়াডটকম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ