বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে এমএম সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আত্রাই উপজেলা বিএনপিসহ ৮টি ইউনিয়নের বিএনপির নানান বয়সের নেতাকর্মীরা তাদের নিজ নিজ বাদ্যযন্ত্র ও পোশাকে অংশগ্রহণ করেন। এসময় সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই