বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংয়ের সুযোগ পেলেও নেদারল্যান্ডস ব্যাট ধরার সুযোগ পায়নি। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। সেই সময়টুকুও দেয়নি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস।
নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ বাংলাদেশের হয়ে ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর উইকেট কিছুটা স্লো হয়। তাতে রান তুলতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। তারপরও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন লিটন।
তবে লিটন এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তাওহিদ হৃদয়-শামিম হোসেনরা। ১৪ বলে ৯ রান করেছেন হৃদয়। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান। অধিনায়ক লিটন দাসও থামেন ৭৩ রানে। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান ও জাকের আলি। সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকেছেন। অন্যদিকে জাকেরের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ২০ রান।
বিডি প্রতিদিন/এমআই