মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। এক্স (পূর্ব নাম টুইটার) প্ল্যাটফর্মে শুধু ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এ কারণে ৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।
মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এটাকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, আমি দুই দিন ধরে কোনো সম্মেলনে ছিলাম না, তাই তারা ভেবেছে আমার নিশ্চয়ই সমস্যা হয়েছে। এটা একেবারেই মিথ্যা খবর।
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড শুরু হয়েছিল। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনাকে মৃত বলা হচ্ছে? জবাবে তিনি জানান, তিনি সরাসরি ট্রেন্ডটি দেখেননি, তবে এ নিয়ে সংবাদমাধ্যমে খবর দেখেছেন। সংবাদমাধ্যমের ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।
নিজের কার্যক্রম তুলে ধরে ট্রাম্প বলেন, আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে অনেকের সঙ্গে দেখা করেছি। তিনি এ সময় তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন, আমাকে নিয়ে নানা কথা হচ্ছে, অথচ বাইডেন ভালো অবস্থায় নেই—এটা সবাই জানে।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতে ক্ষত ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। তখন হোয়াইট হাউস জানিয়েছিল বিষয়টি গুরুতর নয়। তবে সম্প্রতি তার হাতে ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করার ছবি প্রকাশিত হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল