যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি নৌকা ধ্বংস হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নৌকাটিতে মাদক পরিবহন করা হচ্ছিল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে আমরা একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছি। এতে বিপুল পরিমাণ মাদক ছিল। বলা যায়, এমন নৌকা আরও অনেক আসছে। এসব ভেনেজুয়েলা থেকে এসেছে।
পরে তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, একটি দ্রুতগতির নৌকা বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাচ্ছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল।
উল্লেখ্য, ট্রাম্প এর আগেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করে আসছেন, যদিও এখন পর্যন্ত সেসব অভিযোগের নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শআ