বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি'র বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।
এর আগে, সকাল থেকেই দলীয় নানারকম ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে এসে উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের দলীয় নানারকম স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর শুরু হয় বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা।
পরে র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর, সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও নবঘটিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল বিএনপি নেতাকর্মীদের স্মরণে বৃক্ষরোপণ করেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপির সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন,মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ স্থানীয় বিএনপির তৃণমূল ও প্রবীণ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/নাজমুল