গ্লাভস ও মাথায় ক্যাপ পরে বরবটি চাষ করতে কে কবে দেখেছে? সবজির খেত যেন একটি ল্যাবরেটরি! এ ছাড়া জমিতে খাবার খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, ধূমপান করা যাবে না- রয়েছে এমন নানা নিয়মকানুন। এই নিয়ম পালন করা হচ্ছে বিদেশে সবজি রপ্তানি উপযোগী করতে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রামে এ দৃশ্য দেখা গেছে। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার (গ্যাপ) মাধ্যমে এ চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে বরবটি চাষ দেখে স্থানীয় কৃষকরা বিস্মিত। তারা ভালো ফলন দেখে এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন। মাঠে গিয়ে দেখা যায়, কুন্দার ঘোড়া গ্রামের মাঠে এক একর জমিতে বরবটির চাষ করেছেন গ্রামের কৃষক আবুল কালাম আজাদ। জমিতে যারা প্রবেশ করছেন সবার হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। মাচায় বাতাসে দুলছে বরবটি। যেন কোনো সুন্দরী রমণীর কানে সুঁই সুতা দুল ঝুলছে। পাশে রয়েছে পোকা দমনের হলুদ পাতা ও সেক্স ফেরোমেন ফাঁদ। যাতে ক্ষতিকর পোকা আটকে মারা যাচ্ছে। জৈবসার ব্যবহার ও জৈব বালাইনাশক প্রয়োগের মাধ্যমে এ সবজি চাষ করা হয়েছে। এক একটি বরবটি দুই হাত সমান লম্বা। ভালো ফলন হয়েছে। হাসিমুখে বরবটি তুলছেন কৃষক ও শ্রমিকরা। বরবটি কোথায় রাখবে। কীভাবে বাজারজাত করবে তার নির্দেশনা দিচ্ছেন স্থানীয় উপসহকারী কর্মকর্তা সাহিদা খাতুন। কৃষক আবুল কালাম আজাদ বলেন, ‘নামমাত্র রাসায়নিক সার প্রয়োগ করেছি। বিষমুক্ত হওয়ায় আমাদের জমির বরবটির চাহিদাও বেশ। কৃষি অফিসের সহযোগিতায় এ পদ্ধতিতে চাষ করেছি। ভালো ফলন পেয়েছি। অন্যরাও আগ্রহ প্রকাশ করছেন।’ কৃষক আবু বকর শিবলী, মনির হোসেন ও মন্তু মিয়া বলেন, আমাদের গ্রামের মাঠে বিভিন্ন প্রকার সবজির চাষ হয়। তবে হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে সবজি চাষ আর দেখিনি। এখানে জমিতে যে কেউ প্রবেশ করতে পারেন না। ভালো ফলন হয়েছে। দামও সাধারণ সবজি থেকে ভালো পাওয়া যাচ্ছে। আমরাও আগামীতে এ পদ্ধতিতে সবজি চাষ করব। উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় গ্যাপের ফসল উৎপাদনের পদ্ধতিটি ব্যতিক্রম। এতে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। যা মানবদেহের উপকারের সঙ্গে পরিবেশের দূষণ কমায়। এ পদ্ধতিতে চাষ করা সবজি রপ্তানি করা যাবে। প্রথমে বিস্মিত হলেও এ পদ্ধতি কৃষকরা অভ্যস্থ হচ্ছেন। অনেকে চাষে আগ্রহ প্রকাশ করছে
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
যত্নের বরবটি চাষ
সবজির খেত যেন কোনো ল্যাবরেটরি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা মাস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর