গ্লাভস ও মাথায় ক্যাপ পরে বরবটি চাষ করতে কে কবে দেখেছে? সবজির খেত যেন একটি ল্যাবরেটরি! এ ছাড়া জমিতে খাবার খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, ধূমপান করা যাবে না- রয়েছে এমন নানা নিয়মকানুন। এই নিয়ম পালন করা হচ্ছে বিদেশে সবজি রপ্তানি উপযোগী করতে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রামে এ দৃশ্য দেখা গেছে। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার (গ্যাপ) মাধ্যমে এ চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে বরবটি চাষ দেখে স্থানীয় কৃষকরা বিস্মিত। তারা ভালো ফলন দেখে এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন। মাঠে গিয়ে দেখা যায়, কুন্দার ঘোড়া গ্রামের মাঠে এক একর জমিতে বরবটির চাষ করেছেন গ্রামের কৃষক আবুল কালাম আজাদ। জমিতে যারা প্রবেশ করছেন সবার হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। মাচায় বাতাসে দুলছে বরবটি। যেন কোনো সুন্দরী রমণীর কানে সুঁই সুতা দুল ঝুলছে। পাশে রয়েছে পোকা দমনের হলুদ পাতা ও সেক্স ফেরোমেন ফাঁদ। যাতে ক্ষতিকর পোকা আটকে মারা যাচ্ছে। জৈবসার ব্যবহার ও জৈব বালাইনাশক প্রয়োগের মাধ্যমে এ সবজি চাষ করা হয়েছে। এক একটি বরবটি দুই হাত সমান লম্বা। ভালো ফলন হয়েছে। হাসিমুখে বরবটি তুলছেন কৃষক ও শ্রমিকরা। বরবটি কোথায় রাখবে। কীভাবে বাজারজাত করবে তার নির্দেশনা দিচ্ছেন স্থানীয় উপসহকারী কর্মকর্তা সাহিদা খাতুন। কৃষক আবুল কালাম আজাদ বলেন, ‘নামমাত্র রাসায়নিক সার প্রয়োগ করেছি। বিষমুক্ত হওয়ায় আমাদের জমির বরবটির চাহিদাও বেশ। কৃষি অফিসের সহযোগিতায় এ পদ্ধতিতে চাষ করেছি। ভালো ফলন পেয়েছি। অন্যরাও আগ্রহ প্রকাশ করছেন।’ কৃষক আবু বকর শিবলী, মনির হোসেন ও মন্তু মিয়া বলেন, আমাদের গ্রামের মাঠে বিভিন্ন প্রকার সবজির চাষ হয়। তবে হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে সবজি চাষ আর দেখিনি। এখানে জমিতে যে কেউ প্রবেশ করতে পারেন না। ভালো ফলন হয়েছে। দামও সাধারণ সবজি থেকে ভালো পাওয়া যাচ্ছে। আমরাও আগামীতে এ পদ্ধতিতে সবজি চাষ করব। উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় গ্যাপের ফসল উৎপাদনের পদ্ধতিটি ব্যতিক্রম। এতে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। যা মানবদেহের উপকারের সঙ্গে পরিবেশের দূষণ কমায়। এ পদ্ধতিতে চাষ করা সবজি রপ্তানি করা যাবে। প্রথমে বিস্মিত হলেও এ পদ্ধতি কৃষকরা অভ্যস্থ হচ্ছেন। অনেকে চাষে আগ্রহ প্রকাশ করছে
শিরোনাম
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
- প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
- নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল নারীর মরদেহ
- বিশ্বনাথে দালাল আটক, তিন মাসের কারাদণ্ড
যত্নের বরবটি চাষ
সবজির খেত যেন কোনো ল্যাবরেটরি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা মাস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর