পরিবেশ অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “পরিবেশের সঙ্গে জীবনের অধিকার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পলিথিনের কারণে নদী তার নাব্যতা হারাচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে—এসব দেখে স্পষ্ট হয়, পরিবেশ রক্ষা করা এখন মানুষের মৌলিক অধিকার হিসেবেই বিবেচিত হওয়া উচিত। সংবিধানে পরিবেশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করলে রাষ্ট্র আরও দৃঢ় পদক্ষেপ নিতে পারবে।'
আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) আয়োজিত এ আয়োজনে এবারের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার'।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক এবং এসসিএলএস-এর উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল করিম ও ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন।
বিডি প্রতিদিন/জুনাইদ