ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, যুদ্ধের সময় অন্তত পাঁচশ' ইসরায়েলি নিহত হওয়ার কথা।
তিনি বৈজ্ঞানিক মডেলের সূত্র টেনে বলেছেন, ৩৫০০ আহত হলে কমপক্ষে নিহতের সংখ্যা ৫০০ হওয়ার কথা। তার দাবি মতে, ইসরায়েল প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ করার পেছনে দেশটির কোনও বাধা নেই বরং ব্যর্থতা রয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি জোটের ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে এক সরাসরি সাক্ষাৎকারে গালিবাফ বলেন, প্রকৃত ইসরায়েলি হতাহতের সংখ্যা সরকারি প্রতিবেদনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
গালিবাফ বলেন, ইরান কেবল ইসরায়েলের সাথেই নয় বরং মার্কিন কমান্ডের অধীনে ন্যাটো এবং পশ্চিমা শক্তিগুলির সাথেও লড়াই করেছে।
তার মতে, স্থল ও আকাশে ইরানের আধিপত্য ইসরায়েলকে ব্যর্থ করে দিয়েছে। তার দাবি, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলিকে অক্ষম করে দিয়েছি।
তিনি উল্লেখ করেছেন, সংঘর্ষের শেষ দিনগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশের বেশি নির্ভুল ছিল, যা ইসরায়েলি সামরিক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরভাবে অকার্যকর করে দিয়েছিলো।
গালিবাফ দাবি করেছেন, ইসরায়েল জুড়ে ইরানের লক্ষ্যবস্তুতে অবাধ প্রবেশাধিকার রয়েছে। যা ইসরায়েলকে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছে।
তিনি উল্লেখ করেছেন, বুম বুম তেল আবিব গানটি ইরানের জনসাধারণের কূটনীতির প্রতীক হয়ে উঠেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল