কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন দিয়ে নকশা করা হচ্ছে পাঞ্জাবি ও থ্রিপিসে। একই সঙ্গে কোট ও ব্লেজারসহ বিভিন্ন ব্যান্ডের লোগো তৈরি হচ্ছে। হাতের কাছে এমন কাজ পেয়ে খুশি নওগাঁর গার্মেন্ট কাপড়, পাঞ্জাবি ও টেইলার্স ব্যবসায়ীরা। এতে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। জেলার জন্য ডিজিটাল এমব্রয়ডারি ডিজাইন সম্ভাবনাময় বলে জানান প্রতিষ্ঠানের মালিক ইবনুল হাইসাম মিশু। কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন উৎপাদনের প্রতিটি ধাপকে আরও দ্রুত, দক্ষ এবং মানসম্পন্ন করে তোলে, যা উৎপাদনের গুণগতমান বজায় রাখতে সহায়তা করে। এতে ক্রেতাদের পছন্দের তালিকায় যোগ হচ্ছে নতুনত্ব। শহরের টিনপট্টি মহল্লার যুবক ইবনুল হাইসাম মিশু। দীর্ঘদিন ঢাকায় একটি কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি কারখানায় কাজ শেখেন। চার বছর আগে সাড়ে ৮ লাখ টাকায় একটি কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন কিনে নিজ জেলায় চলে আসেন। এরপর জেলা শহরের দপ্তরিপাড়া মোড়ে মেশিনটি স্থাপন করেন। কারখানার নাম দেন ‘আই এইচ কম্পিউটারাইজড এমব্রয়ডারি’। এটি জেলার প্রথম ও একমাত্র ডিজিটাল এমব্রয়ডারি কারখানা বলে জানান তিনি। হাতের কাছে এমন কারখানা হওয়ায় কোনো হয়রানি আর ঝামেলা ছাড়া পছন্দের ডিজাইন পেয়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। কাজের মান ও ফিনিশিং ভালো হওয়ায় বিভিন্ন জেলার অর্ডার আসে এই কারখানায়। আর এখানে তৈরি নকশা চলে যায় বিভিন্ন জেলায়। উদ্যোক্তা ইবনুল হাইসাম মিশু বলেন, পাঞ্জাবি, থ্রি-পিসের পাশাপাশি শাড়ি, শার্টের পকেট-কলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এমব্রয়ডারি করা হয়। থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া ও শাড়িতে নকশার মজুরি নেওয়া হয় ২০০-২৫০ টাকা এবং বিভিন্ন ব্যান্ডের লোগো ১৫-২০ টাকা। শ্রমিক ও বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক সব খরচ বাদ দিয়ে ভালো লাভ থাকে।’ শহরের রুবেল টেইলার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেন বলেন, ‘এখন এই শহরে কম্পিউটারাইজ ডিজিটাল এমব্রয়ডারি মেশিন দিয়ে বিভিন্ন লোগো, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া ও শাড়িতে নকশা তৈরি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে। এতে টেইলার্স ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়েছে। পাশাপাশি যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আরও সুবিধা হয়েছে। তারা সহজেই শাড়ি ও থ্রি-পিসে তাদের পছন্দমতো নকশা তৈরি করে ব্যবসায় আরও সফলতা নিয়ে আসতে পারছেন।’ এই মেশিনটি নওগাঁবাসীসহ পাশের জেলাগুলোতে উৎপাদনের ধাপকে আরও এগিয়ে নিতে সাহায্য করছে।
শিরোনাম
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ডিজিটাল এমব্রয়ডারি মেশিনে নকশা
নওগাঁয় উদ্যোক্তাদের ভাগ্য বদলের স্বপ্ন
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর