লিভারপুলের সঙ্গে দীর্ঘ এক যুগের সম্পর্কের ইতি টেনে জর্ডান হেন্ডারসন সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন। এরপর তার ইউরোপিয়ান ফুটবল অধ্যায় শেষ বলেই ধরে নিয়েছিল অনেকে। তবে দুই বছর না যেতেই আবার ইংলিশ ফুটবলে ফিরছেন এই মিডফিল্ডার।
সূত্রের খবর- আয়াক্স ছেড়ে ব্রেন্টফোর্ডে যোগ দিতে যাচ্ছেন হেন্ডারসন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হতে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
লিভারপুলের হয়ে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ অনেকগুলো শিরোপা জিতে ২০২৩ সালের জুলাইয়ের শেষ দিকে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে যোগ দেন হেন্ডারসন। তবে সেখানকার সময়টা ভালো কাটেনি তার।
ছয় মাস পরই সৌদি ফুটবলের পাঠ চুকিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে আয়াক্সে যোগ দেন তিনি। তবে ‘পারস্পরিক সমঝোতায়’ এক বছর আগেই সেই চুক্তি শেষ করেছে দুই পক্ষ। গণমাধ্যমের খবর, ইউরোপের কয়েকটি বড় ক্লাবও হেন্ডারসনকে পেতে আগ্রহী ছিল কিন্তু ব্রেন্টফোর্ডকে বেছে নিয়েছেন ৩৫ বছর বয়সী ফুটবলার।
প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর, গত মার্চের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দলে ডাকেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। আর এখন প্রিমিয়ার লিগে খেলে কোচের আগামী বিশ্বকাপ দলের ভাবনাতেই ভালোভাবে থাকতে পারবেন জর্ডান হেন্ডারসন।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না তিনি। আগামী কয়েক দিনের মধ্যে ব্রেন্টফোর্ডের সঙ্গে হেন্ডারসনের চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, লিখেছে বিবিসি। গত মৌসুমে ৫৬ পয়েন্ট নিয়ে দশম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করে ব্রেন্টফোর্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ