যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাবারের অভাবে ক্ষুধা সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএফপির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কাউ।
তিনি বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যা আমি আগে কখনো দেখিনি।
স্কাউ জানান, গাজায় মানবিক সংকট এর আগে কখনো এত বেশি ছিল না। এমনকি জাতিসংঘের সহায়তা করার ক্ষমতাও কখনো এত সীমিত ছিল না বলেও জানান তিনি।
ডব্লিউএফপির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, গাজাবাসীর মধ্যে পুষ্টিহীনতা বেড়ে চলেছে। সেখানকার ৯০ হাজার শিশুর জরুরিভাবে পুষ্টিহীনতার চিকিৎসা প্রয়োজন।
এছাড়া, গাজার প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকছে বলেও জানান তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েল হামলা হওয়ার পর থেকে শুরু হওয়া যুদ্ধের জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার জনের বেশি মানুষ। তাছাড়া, ঘরবাড়ি হারিয়েছে লাখ লাখ মানুষ।
সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/কেএ