ঘোড়া, হরিণ, বিভিন্ন মূর্তিসহ নকল স্বর্ণালংকার দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্যকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামের বাসিন্দা রিয়াজ হাওলাদার, বরিশাল সদর উপজেল চরকাউয়া গ্রামের শ্যামল হাওলাদার (৭৩) ও মনির মজুমদার (৪৪)।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক সগীর হোসেন বলেন, নগরীর ২৮ নম্বর ওয়ার্ড শের-ই বাংলা সড়কের বাসিন্দা সোহরাব গাজীর সাথে মসজিদে নামাজ পড়তে গিয়ে পরিচয় হয় নাসিব নামে এক ব্যক্তির। ওই ব্যক্তি তাকে জানায় রিয়াজ নামে একজনের কাছে কিছু স্বর্ণ আছে। পারিবারিক প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন। তাকে বিভিন্ন প্রলোভন দেয়ায় ওই স্বর্ণ কিনতে রাজি হন। গত ৭ জুলাই নগরীর শান দেওয়ান মাজারের সামনে গিয়ে দুই লাখ টাকা দিয়ে ঘোড়ার ও হরিণের আকৃতির দুইটি, লোকনাথ আকৃতির দুইটি, মনসার একটি মূর্তি, ১৯টি হাতের বালা, ৯ জোড়া হাতের চুরি, ২০টি কানের চাপা দুল, পাঁচটি কানের বড় ঝুমকা ও ২০ টি ছোট ঝুমকা, পাঁচটি বড় দুল, গলার বড় লকেট পাঁচটি, ব্রঞ্জ তিনটি, কানের ছোট দুল তিনটি, গলার চেইন চিকন- ৯৫টি, চুলের খোপার ঝুমকা পঁচিশটি, পায়ের নুপুর একজোড়া, একটি আংটি এবং একটি নেকলেস কিনে বাসায় যান। বাসায় যাওয়ার পর দেখতে পায় এগুলো স্বর্ণ নয়। তখন বুঝতে পারেন তার সাথে প্রতারণা করা হয়েছে।
তখন বিষয়টি ডিবি পুলিশ জানান ভুক্তভোগী। ডিবি নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় করা মামলার আসামি হিসেবে তিনজনকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল