ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হংকার দিয়ে বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী কখনোই ইরানের এক ইঞ্চি ভূখণ্ডও ছেড়ে দেবে না।
আজ শুক্রবার হাতামি তেহরানের শহীদ লস্করি বিমানঘাঁটি পরিদর্শন করেন। ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি এবং বিমান বাহিনীর (আইআরআইএএফ) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদিও সাথে থেকে ঘাঁটির যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন।
১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাতামি বলেন, পবিত্র প্রতিরক্ষার আট বছরের সময়, আমরা দেখিয়েছি যে আমরা ইরানের এক ইঞ্চিও ভূমি বিচ্ছিন্ন হতে দেব না।
তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর কর্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, সশস্ত্র বাহিনী ইসলামী প্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
হাতামি বলেন, ইরানি সেনাবাহিনী পূর্ণ শক্তি এবং দৃঢ়তার সাথে তার মিশন চালিয়ে যাবে।
চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর উপর একের পর এক হামলা চালায়। যার ফলে নারী ও শিশুসহ শত শত প্রাণহানি ঘটে, পাশাপাশি এক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন।
এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান, অপারেশন ট্রু প্রমিজ থ্রি শুরু করে। ইসরায়েলজুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনায় হামলা চালায় ইরান।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল