এতে সোলার প্যানেল বসানো আছে। যন্ত্রটি মাথায় পরলে ছায়া দেবে। একটি ফ্যানও রয়েছে। ফ্যানটি চললে কৃষক বাতাস পাবেন। ফ্যানটি চলার জন্য বৈদ্যুতিক শক্তি আসবে ব্যাটারি থেকে...
প্রচণ্ড খরতাপে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করেন কৃষক। রোদের তাপ ও বৃষ্টি থেকে কৃষকের কষ্ট লাঘবে যন্ত্র আবিষ্কার করেছে এক স্কুলছাত্র। খুদে বিজ্ঞানী মো. মশিউর রহমানের উদ্ভাবনের এ যন্ত্র বরিশালে বিজ্ঞান মেলায় প্রশংসা কুড়িয়েছে। মশিউর বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রাহার গ্রামের ত্বোহা খানের ছেলে। সে চন্দ্রহার কৈলাশ চন্দ্র-রমেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মুশফিক বলেন, ‘কৃষক যখন মাঠে কাজ করে তখন সূর্যের তাপ পড়ে। এতে অনেক সময় কৃষক অসুস্থ হয়ে পড়েন। তাই কৃষকের কষ্ট লাঘবের জন্য এ যন্ত্রটি তৈরি করেছি। এতে সোলার প্যানেল বসানো আছে। যন্ত্রটি মাথায় পরলে ছায়া দেবে। একটি ফ্যানও রয়েছে। ফ্যানটি চললে কৃষক বাতাস পাবেন। ফ্যানটি চলার জন্য বৈদ্যুতিক শক্তি আসবে ব্যাটারি থেকে। ব্যাটারিটি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ নেবে।’ বিজ্ঞান মেলায় আসার আগে এ যন্ত্রটি তৈরি করেছেন তিনি। যন্ত্রটি তৈরির জন্য তার বাবা-মা টাকা দিয়েছেন। একটি সোলার প্যানেল ও প্লাস্টিকের পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে যন্ত্রটি তৈরি করতে ২ হাজার ৬০০ টাকা খরচ হয়েছে। এটা বাণিজ্যিকভাবে তৈরি করতে পারলে কৃষক উপকৃত হবেন। মুশফিক বলেন, ‘দেশের কৃষক আধুনিক সুযোগ-সুবিধা পান না। এতে তাদের কষ্ট বাড়ে। অনেকে এ কারণে এই পেশা থেকে সরে যাচ্ছেন।’ কৃষকের জন্য এ ধরনের উদ্ভাবনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন কৃষিবিদরা।