চোখের নদী, একরাশ নীরবতা
অথচ চোখ পেরোতে পারে না অসীম আকাশকে।
কাতর জীবন প্রেমময় স্পর্শ চায়
শূন্যে উড়ে যায় কাঁটাগুল্ম।
মৃত্যুর ছবিটা এরকম
ধরা যাক, মধ্যরাতে উপড়ে পড়া বৃক্ষ,
সবুজ পাতা ডালসমেত বিচ্ছিন্ন, মায়ামাঠে
রোদন ভরা পৃথিবী
চাতক, আমি কোথাও মৃত্যু দেখি না;
দেখি অদৃশ্য হয়ে যাওয়া পৃথিবীর সময়।
লাল পিঁপড়ার দল ফিরে আসে লাল গালিচায়
আটশত কোটি মানুষের হিসাব মিলাতে বসে।