কুড়িগ্রামের রাজারহাটে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪-৫ টন ভেজাল সার জব্দ করে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় কারবারি বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে।
দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করছিলেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথীর নেতৃত্বে পুলিশ ও প্রশাসন যৌথভাবে অভিযান চালায়।
অপরদিকে, ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে অনুমোদিত ডিলার ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার না দেওয়া ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সার নিয়ে জালিয়াতি বা অতিরিক্ত মূল্য নিলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল