কেন জানি না,
ভুলতে পারি না সহজ, সেসব অধ্যায়
যেখানে আমি আছি নিদারুণ, নিষ্ঠুর হয়ে
আর আছ তুমি।
সেসব আমৃত্যু ভোলা হবে না।
তুমি আমার স্মৃতি জমানো গোপন ঠিকানা।
সহজেই কষ্ট পাই
কষ্ট ভোলার জন্য আঁকড়ে ধরি বর্তমান
ঝেড়ে ফেলে অতীত, কষ্ট অবিনশ্বর;
কীভাবে কঠিন হয়ে বাঁচতে হয়
সত্যি জানি না।
জীবনের সংজ্ঞা জানা মানুষের নিয়তি এমন-
শুধু জানি, মৃত্যুর জন্য বাঁচতে হয়
যে সুখের খোঁজে পার করছি একটা জীবন।