আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহতে মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর বিএনপি। মঙ্গলবার বিকালে নগরীর কাশীপুর পোস্ট অফিস বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এরপরপরই একটি বিক্ষোভ মিছিল ঢাকা-বরিশাল মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
সমাবেশে তিনি বলেন, আমাদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে।
তিনি আরও বলেন, পিআর বলে যারা পাগল হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। যাতে করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বানচাল করতে না পারে। সকল নেতাকর্মীকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে কাশীপুর এলাকায় একটি মশাল মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে ৪ জনকে আটক করে পুলিশের হাতে দেয় বিএনপির নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল