সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি সভাপতি এ এস এম আল সনেটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানার ২৭ নম্বর মিছিল সংক্রান্ত মামলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সনেটকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক সম্পাদক আবুল আসাদের ওপর হামলা, ভাঙচুর এবং লাঞ্ছনার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান।
সনেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে ঢাবি ক্যাম্পাসে ‘শিবির’ সন্দেহে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি দমন, হঠাৎ মিছিল ও সহিংসতায় নেতৃত্বদান, সংবাদপত্র কার্যালয়ে হামলা এবং সম্পাদককে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ