সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (এসইইউটি)-এর ১৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলোর মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায়।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা দেওয়া হয়। বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।
বিডি প্রতিদিন/জামশেদ