আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত বছরগুলোতেও আমি ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজায় সহযোগিতা করেছি। এ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও সোনারগাঁ বিএনপি দলমত-নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মনিরুজ্জামান, কামরুজ্জামান ভূইয়া মাসুম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতাবেক হোসেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।
এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমিত রায়, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলা দল এবং সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পর উপজেলার ৩৫টি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল