মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার বুকিত বিন্তাং ইউনিটের কর্মী সম্মেলন। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) আম্পাং জি-টাওয়ার হোটেলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম বেপারি। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম প্রবাসে শ্রমিক প্রেরণের পথ খুলে দেন এবং তার উদ্যোগেই লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রবাসীদের ভোটাধিকার একটি গণতান্ত্রিক অধিকার, বিএনপি সেই অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও ফিরে এসেছে। গুজবে কান না দিয়ে সবাইকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
এছাড়া আরও বক্তব্য দেন, বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান মাসুম, নবগঠিত বুকিত বিন্তাং শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক মো. ফারহাদ আহমেদ সহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সদস্য মো. জসিম উদ্দিন, পেনাং বিএনপির সভাপতি মো. গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, বিএনপি মহানগর পেনাং সভাপতি আফতাব হোসেন অপু, যুবদল মালয়েশিয়ার সহ-সভাপতি তালেপ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবদলের সহ-কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গির হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক ইমরান, প্রচার সম্পাদক মারুফ এলাহীসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন সেলিমের সমাপনী বক্তব্য প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রবাসী শিল্পীগোষ্ঠী বঙ্গ ভয়েজ।
বিডি প্রতিদিন/জামশেদ