পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক ও বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় অভিষেক ও বাংলা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, তরুণ ব্যবসায়ী ইমন আহমেদ।
শাহ্ আলম কাজলকে সভাপতি ও আবদুল আলিমকে সাধারণ সম্পাদক এবং মাছুম রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য নব গঠিত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন।
পরে ফুল দিয়ে নতুন কমিটির সদস্যকে বরণ করে নেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। অভিষেক অনুষ্ঠান শেষে ছিল মনোরঞ্জন সংস্কৃতি অনুষ্ঠান। যেখানে পর্তুগালের স্থানীয় শিল্পী ছাড়াও লন্ডন থেকে আগত শিল্পীরা মাতিয়েছেন বন্দর নগরী পোর্তো।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন-দপ্তর সম্পাদক, মো দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ ঈমন, প্রচার সম্পাদক আরাফাত হোসেন সহ শরীফুল ইসলাম, শাহ জামাল আজাদ, আবুল কালাম আজাদ, মনির হোসেন, মোহাম্মদ আলম টিপু, বেলাল হোসেন, শহীদ মাষ্টার, দেলোয়ার হোসেন, মাসুম রহমান, ইমন সাহা, আরাফাত রহমান, সাইফুল ইসলাম, আল-মামুন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম