বর্ণিল আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে গত শনিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ)-এর উদ্যোগে দিনব্যাপী এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয়, বাণিজ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনীতে পরিণত হয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন মালয়েশিয়ার সম্মানিত রাজার ছোট বোন, প্রিন্সেস অব জহুর, তুঙ্কু হাজাহ মারিয়াম জাহারা বিনতি আলমারহুম সুলতান ইস্কান্দার, যিনি বিকেল ৩টায় ফেস্টিভ্যালে যোগ দেন।
শিশু-কিশোরদের সৃজনশীলতায় সূচনা এবং উদ্ভাবনী স্বপ্ন
সকাল ১০টায় বিভিন্ন দেশের শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ফেস্টিভ্যালের সূচনা হয়। বিজয়ীদের হাতে বই কেনার অর্থ তুলে দেয় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। এরপর আসে ‘ইনোভেটিভ আইডিয়া পিচিং’ পর্ব, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন। এই পর্বে বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এবং বিজয়ীদের হাতে মূল মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্যবসা ও সংস্কৃতির মেলবন্ধন: সিম্ফনি অব ফ্রেন্ডশিপ
দিনব্যাপী চলে এক্সক্লুসিভ ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন, যেখানে দুই দেশের উদ্যোক্তারা নতুন বিনিয়োগ, বাণিজ্যিক সম্ভাবনা ও ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। বাণিজ্যের আলোচনার ফাঁকেই মঞ্চে প্রবাসী শিল্পীদের গান, নাচ, আবৃত্তি এবং ঐতিহ্যবাহী পোশাকের ফ্যাশন শো চলতে থাকে।
প্রিন্সেস অব জহুরের আগমনের পর অনুষ্ঠিত হয় ‘সিম্ফনি অব ফ্রেন্ডশিপ’ পর্ব। বিকেল ৪টায় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধন করা হয় “বাংলাদেশ: ল্যান্ড অব স্টোরিস” বইয়ের। শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের সংস্কৃতি এবং দুই ভাষার সংস্কৃতির মেলবন্ধন এই পর্বকে বিশেষ মাত্রা দেয়।
অতিথিদের কণ্ঠে প্রশংসা: "আধুনিক মালয়েশিয়ার অজ্ঞাতনামা নায়ক"
প্রিন্সেস অব জহুর, তুঙ্কু হাজাহ মারিয়াম জাহারা বিনতি আলমারহুম সুলতান ইস্কান্দার, উৎসবে এসে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই ফেস্টিভ্যাল কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব, সংস্কৃতি এবং অংশীদারিত্বের এক অনন্য উদযাপন।” তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ‘আধুনিক মালয়েশিয়ার অজ্ঞাতনামা নায়ক’ হিসেবে উল্লেখ করে তাদের অবদানের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি প্রণব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (রাজনৈতিক) এবং বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার দুতালয় প্রধান, দুই দেশের ব্যবসায়িক অংশীদারিত্ব সুদৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন।
এমবিএফএ’র প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিবিএফএম ২০২৫ হলো দুই দেশের মধ্যে ‘সেতুবন্ধন’। ফেস্টিভ্যাল ডিরেক্টর জাফর ফিরোজ জানান, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে মর্যাদার সাথে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং বাংলাদেশ–মালয়েশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করা।
বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা ও পুরস্কার বিতরণ
ফেস্টিভ্যালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তরা হলেন:
একাডেমিক এক্সেলেন্স পুরস্কার: ও’লেভেল থেকে জায়নাহ জানান হক, এ’লেভেল থেকে ফাতিমা মাহবুব, স্নাতক থেকে আহনাফ রহমান সহ অন্যান্যরা।
ব্র্যান্ড লিডারশিপ পুরস্কার ২০২৫: মৈত্রী গ্রুপ।
বেস্ট বাংলাদেশী অথেনটিক ফুড ব্র্যান্ড ২০২৫: স্টার কেবাব মালয়েশিয়া।
কর্পোরেট ইমপ্যাক্ট পুরস্কার ২০২৫: রিমঝিম গ্রুপ।
ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার: MR. D.I.Y (বাংলাদেশে বিনিয়োগের স্বীকৃতিস্বরূপ)।
জনপ্রিয় শিল্পী মনির খানের পরিবেশনায় 'বাংলাদেশ নাইট'
সন্ধ্যায় মঞ্চ মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, যার পরিবেশনায় জমে ওঠে প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট’। শিল্পীর সাথে গলা মিলিয়ে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন, যা মুহূর্তেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক সম্মিলিত আবেগ সৃষ্টি করে।
আয়োজকরা মনে করেন, বিবিএফএম ২০২৫ মালয়েশিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশকে শুধু শ্রম বা রেমিট্যান্সের বাইরে সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন এবং অদম্য মানসিকতার এক গল্প হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। কুয়ালালামপুরে একই দিনে কূটনীতিক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও শ্রমিকসহ সকল স্তরের বাংলাদেশিদের মিলনমেলা প্রমাণ করলো প্রবাসে বাংলাদেশের পরিচয় এক নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/হিমেল