"সবার জন্য ক্রীড়া আর বিজয়ীও সবাই"—এই মূলমন্ত্রকে ধারণ করে সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রাঙ্গণে গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) অনুষ্ঠিত হলো তাদের বহু প্রতীক্ষিত বার্ষিক ক্রীড়া উৎসব। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানবিক মানসিকতা সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে বাংলা স্কুলের বার্ষিক কার্যক্রমে এই দিনটি বিশেষভাবে রাখা হয়।
ক্রীড়া সৃষ্টি করে বন্ধুত্ব, একতা, সহযোগিতা ও সহমর্মিতা—এই বিশ্বাস নিয়ে সকাল দশটায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ছাত্রছাত্রীরা সাধারণ দৌড়, মার্বেল ও চামচ দৌড়, বিস্কুট দৌড় ও সাধারণ জ্ঞান পরীক্ষাসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। এই উৎসবে অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
বার্ষিক এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবদুল জলিল, নাজমুল আহসান খান এবং স্কুলের কার্যকরী কমিটির সভাপতি ফায়সাল খালিদ শুভ।
পুরস্কার বিতরণ পর্বের শুরুতে বাংলা স্কুলের সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও অস্ট্রেলিয়ার ভূমি সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এবারের জমজমাট ক্রীড়া উৎসব পরিচালনা করেন স্কুলের সহ-সভাপতি নুরুল ইসলাম শাহিন ও কার্যকরী কমিটির সদস্য ইয়াকুব আলি। কোষাধ্যক্ষ মোস্তফা হাসান জিশান হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেন এবং স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন।
শ্রেণী শিক্ষক শায়লা ইয়াসমীন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল, নুসরাত মৌরি, অনিতা বিশ্বাস মীরা, সায়েমা হক ও স্বপ্না চক্রবর্তী সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেন।
দুপুর আড়াইটায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আকর্ষণীয় ক্রীড়া উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বাংলা স্কুল সভাপতি ফায়সাল খালিদ শুভ।
উল্লেখ্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য উন্মুক্ত থাকে।
বিডি প্রতিদিন/হিমেল