আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর তেজকুনিপাড়ায় বিজয় সরণি টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আবদুর রহিম এ দাবি জানান।
আবদু রহিম বলেন, জাতির মঙ্গলের জন্য জনআকাক্সক্ষা বাস্তবায়ন করতে স্বতন্ত্র সরকার গঠনের বিকল্প নেই। স্বতন্ত্র ও গণমানুষের সরকার গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে বিশেষ অবদান রেখেছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা বৃহৎ নির্বাচনি ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করছি। যদি জনরায়ে বিজয়ী হই তাহলে দেশকে আধুনিক ও উন্নত দেশ গড়তে যেসব কাজ করা প্রয়োজন আমরা সবই করব। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।