রাজধানীর দক্ষিণগাঁয়ের গ্রিন মডেল টাউনে রাস্তার ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল ভোরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার এসআই সুমন দেবনাথ বলেন, আমরা খবর পেয়ে গ্রিন মডেল টাউনের ই ব্লকের ১১ নম্বর প্লটের রোড-১১ থেকে গলায় গামছা প্যাঁচানো ও নাকে-মুখে আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল সাদা রঙের শার্ট ও সাদা-বাদামি প্রিন্টের লুঙ্গি।
তিনি বলেন, দুর্বৃত্তরা নাকে মুখে আঘাত করে ও পরে গলায় গামছা পেঁচিয়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।