ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোনো দল বা ব্যক্তি দানবে পরিণত হবে না। তিনি বলেন, বিগত সরকার ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হয়ে দানবে পরিণত হয়েছিল। গতকাল রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে কূটনৈতিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন আবদুল হাই মণ্ডল, ইদ্রিস চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), মর্জিনা খান আঞ্জু, শেখ আবুল কালাম, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান প্রমুখ। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। কিছু ফ্যাসিস্ট ও তাদের সহযোগী ছাড়া সবাই সরকারের মঙ্গল কামনা করে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য অনেক দল আনুপাতিকহারে সংসদ নির্বাচন চেয়েছেন, আমরা সেই সঙ্গে একমত।
আমরাও আনুপাতিক হারে সংসদ নির্বাচন চাই। তা হলে কোনো দল বা ব্যক্তি ফ্যাসিস্ট এবং দানবে পরিণত হবে না।