আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ স্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী বইমেলার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে এ বইমেলা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান শিপনসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
সভায় জুলাই গণ অভ্যুত্থানে নিহত নাফিসা হোসেনের মামা উপস্থিত ছিলেন। ভাগনি হত্যার বিচার চেয়ে তিনি বলেন, সাভারে ৫ আগস্ট পুলিশের গুলিতে সে শহীদ হয়। আমার ভাগনিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের যেন বিচার হয়।
শেষে জুলাই অভ্যুত্থানে আহত নারী ও শহীদ পরিবার এবং বিগত সরকারের সময়ে নিপীড়নের শিকার নারীদের সম্মাননা দেওয়া হয়।