প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পকলা একাডেমির সামনে সুবিধাবঞ্চিতদের ইফতার করাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ। সংগঠনটি প্রতিদিন প্রায় ৫ শতাধিক রোজাদার ব্যক্তির জন্য সাহরি ও ইফতারের ব্যবস্থা করে যাচ্ছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে জুম বাংলাদেশের একঝাঁক স্বেচ্ছাসেবী প্রতিদিন দুপুর থেকে সাহরি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান বলেন, বিগত ৩ বছর ধরে আমরা এ আয়োজনটি করে যাচ্ছি।
আমাদের মেহমানখানায় যে কেউ এসে খাবার গ্রহণ করতে পারে। রোজাদার ব্যক্তিরা যাতে কষ্ট না পায় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন ৫০০ মানুষের রান্নার কাজ করতে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে। তবে এই রমজানে আমরা যেভাবেই হোক, এই কাজ চালিয়ে যেতে চাই। ছিন্নমূল, ভাসমান রোজাদারদের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবান ব্যক্তিদের আরও সহযোগিতা প্রয়োজন।