বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাপরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা গতকাল শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, প্রতি বছর এই আয়োজন নতুন নতুন বিজ্ঞানী, গবেষক সৃষ্টিতে অবদান রাখবে।
সভাপতির ভাষণে পরিষদের চেয়ারম্যান ড. সামিরা আহমেদ খুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজ থেকে ৭৫টির বেশি প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন গ্রুপে ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়। তাতে অংশ নেয় ২৫০ জন খুদে বিজ্ঞানী।