আন্দোলন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। এতে করে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দফতরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর আগে বিকেলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ