ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী একটি ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটে এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মাদকাসক্ত অবস্থায় বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্ত ওই ক্রুর নাম হেইডেন পেন্টেকস্ট, বয়স ৪১ বছর।
আদালতে প্রসিকিউশন জানিয়েছে, ভ্রমণের মাঝপথে পেন্টেকস্ট অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি অস্থির হয়ে পড়েন, প্রচুর ঘামতে থাকেন এবং অসংলগ্নভাবে কথা বলতে থাকেন। পরে রক্ত পরীক্ষায় তার শরীরে মেথঅ্যামফেটামিন ও অ্যামফেটামিন (উভয়ই শক্তিশালী মাদক) পাওয়া যায়।
ঘটনার সময় তিনি পেটব্যথার কথা বলে টয়লেটে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করেন। এক সহকর্মী দরজা খুললে তাকে নগ্ন অবস্থায় পাওয়া যায়। এরপর ওই সহকর্মী তাকে কাপড় পরিয়ে যাত্রী আসনে বসান। বিমানের ক্যাপ্টেন ও চিকিৎসা পেশাজীবী বিষয়টি অবগত হন। ফ্লাইট চলাকালীন প্রতি ২০ মিনিট অন্তর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন তার চোখের মণি অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল এবং হৃদস্পন্দনও বেশি ছিল।
ঘটনার আগে থেকেই তিনি ফ্লাইটের নিরাপত্তা পরীক্ষায় অংশ নেননি। এ কারণে ম্যানেজার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। আদালতে তিনি স্বীকার করেছেন যে, মাদকাসক্ত অবস্থায় বিমানবিষয়ক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। তার সাজা ঘোষণা হবে পরবর্তীতে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে।
ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, এ ঘটনার পর পেন্টেকস্টকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল