বিশ্বের অন্যতম মূল্যবান এবং ব্যয়বহুল রত্ন হিসেবে হীরাকে বিবেচনা করা হয়। তবে যদি বলা হয় যে, হীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বিরল রত্ন নয়, তাহলে বিশ্বাস করা সম্ভব? কিন্তু এটাই সত্য। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিরলতম খনিজ হলো ক্যাভাথুয়েট এবং পেইনাইট, যা পাথরের মতোই কঠিন।
আমেরিকার ভূতাত্ত্বিক সোসাইটির মতে, খনিজ পদার্থ হলো প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ যা অজৈব। এর অর্থ হল এগুলিতে কার্বন থাকে না। পৃথিবীর সবচেয়ে বিরল খনিজ পদার্থের নাম ক্যাভাথুয়েট। যেটি এখন পর্যন্ত মিয়ানমারের একটি মাত্র স্ফটিক পাওয়া গিয়েছে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির খনিজ ডাটাবেস অনুসারে, এটি একটি ছোট আর গভীর কমলা রঙের রত্ন পাথর। আন্তর্জাতিক খনিজবিদ্যা সমিতি ২০১৫ সালে এটিকে স্বীকৃতি দিয়েছে। ক্যাভাথুয়েট সম্পর্কে খুব কমই জানা যায়।
বিশ্বের দ্বিতীয় বিরল খনিজ পদার্থের নাম পেইনাইট। পেইনাইট হল একটি গাঢ় লাল রঙের ষড়ভুজাকার স্ফটিক। যদিও ব্যতিক্রম হিসেবে এটি মাঝে মাঝে গোলাপী রঙের পাওয়া যায়। পেইনাইট এখন আগের তুলনায় অনেক সহজলভ্য। কিন্তু ক্যাভাথুয়েট এখনও বিরল।
১৯৫২ সালে রত্নপাথর সংগ্রাহক ডিলার আর্থার পেন মিয়ানমারে দুইটি স্ফটিক আবিষ্কার করেন। পেইনাইটের নামকরণ করা হয়েছে আর্থার পেনের নামে।
পেইনাইটের দ্বিতীয় নমুনা ১৯৭৯ সালে মিয়ানমারে এবং তৃতীয় নমুনা ২০০১ সালে সেই মিয়ানমারেই পাওয়া যায়। সমগ্র বিশ্বে পেইনাইটের এই তিনটি নমুনাই একমাত্র।
সূত্র- ইন্ডিয়াডটকম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ