যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছে, নির্ধারিত কিছু বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় যাত্রীদের আর জুতা খুলতে হবে না। এই নতুন নীতির কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, নতুন নিয়মটি ধাপে ধাপে কার্যকর হবে। শুরুতে যেসব বিমানবন্দরে এটি চালু হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে—বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর, ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘@DHSgov থেকে বড় খবর আসছে!’ সঙ্গে তিনি একটি বিমান ও একটি জুতার ইমোজিও ব্যবহার করেন।
দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোএম মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই নীতিগত পরিবর্তনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০০৬ সালের আগস্টে পরিবহন নিরাপত্তা প্রশাসন ( টিএসএ) প্রথম যাত্রীদের জুতা খুলে নিরাপত্তা তল্লাশির নিয়ম চালু করে। এর পেছনে কারণ ছিল ২০০১ সালের ৯/১১ হামলার পরে বাড়তি সতর্কতা এবং তথাকথিত ‘শু বোমার’ রিচার্ড রিডের ঘটনা। রিড প্যারিস থেকে মিয়ামিগামী একটি ফ্লাইটে নিজের জুতার ভেতরে বিস্ফোরক লুকিয়ে আগুন ধরানোর চেষ্টা করেছিলেন।
তবে ২০১৩ সালে টিএসএ ‘প্রি-চেক ট্রাস্টেড ট্রাভেলার’ নামের একটি বিশেষ প্রোগ্রাম চালু করে, যার সদস্যদের জুতা খোলার দরকার পড়ে না। এছাড়া ১২ বছরের কম বয়সী শিশু ও ৭৫ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্করাও জুতা খোলার নিয়ম থেকে আগে থেকেই ছাড় পেয়ে আসছেন।
টিএসএ এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট মহল ধারণা করছে, নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির উন্নতির কারণেই ধাপে ধাপে এই নিয়ম শিথিল করা হচ্ছে।
এই পরিবর্তন কার্যকর হলে যাত্রীদের জন্য বিমানযাত্রা আগের চেয়ে আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : খালিজ টাইমস
বিডিপ্রতিদিন/কবিরুল