শুক্রবার থেকে টানা বৃষ্টিতে বান্দরবানের জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। শহরের লোকজন চলাফেরা করতে পারলেও পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বৃষ্টি বাধায় বন্দী জীবন কাটাচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলেছে, গত ৭ দিনে বিপুল পরিমাণ বৃষ্টি হলেও মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা বা বন্যার কারণ ঘটেনি।
মঙ্গলবার ৮ জুলাই সকাল ৯টা থেকে বুধবার ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলার সাঙ্গু অববাহিকায় ১০১ দশমিক ২ মিলিমিটার এবং মাতামুহুরী অববাহিকায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সাঙ্গু নদীর বিপৎসীমা ১৪ দশমিক ৮০ এমএসএল। অন্যদিকে মাতামুহুরী নদীর বিপৎসীমা হচ্ছে ১১ দশমিক ৮০ এমএসএল। কিন্তু বুধবার বেলা ৩টা পর্যন্ত সাঙ্গু নদীর বান্দরবান শহর পয়েন্টে ১০ দশমিক ৬৯ এমএসএল এবং মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ৯ দশমিক ২৭ এমএসএল পানি ছিল।
সাঙ্গু নদীর উজান এলাকা থানচিতে খোঁজ নিয়ে জানা গেছে, থেমে থেমে প্রবল বৃষ্টি হওয়ায় নদীপথে পানি নিষ্কাষিত হয়ে যাচ্ছে। ফলে কোন এলাকা প্লাবিত হচ্ছে না।
বান্দরবান শহরের অবস্থাও একই। তবে লামা শহর এলাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার কোন কোন নিচু এলাকা জলমগ্ন হয়ে আছে।
জেলা প্রশাসন ও পৌর প্রশাসকদের পক্ষ থেকে প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকার কথা উল্লেখ করে পাহাড়ের ঢাল এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ অবস্থান অথবা আশ্রয় কেন্দ্রে উঠে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ