শিশু রুকাইয়া জান্নাতের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ফুলেল শুভেচ্ছাসহ জন্মসনদ হস্তান্তর করে প্রশংসিত হয়েছে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা এবং স্বাস্থ্যকর্মীরা। বুধবার দুপুরে দর্শনা পুরাতন বাজার এলাকার একটি বেসরকারি ক্লিনিকে শিশু রুকাইয়া জান্নাতের বাবা-মায়ের হাতে ফুলের তোড়া ও জন্মসনদ তুলে দেওয়া হয়।
দর্শনা পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে একটি বেসরকারি ক্লিনিকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের বাসিন্দা রিমন হোসেন ও টুম্পা খাতুন দম্পতির কোলজুড়ে শিশু রুকাইয়া জান্নাত ভূমিষ্ট হয়। এ খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও দর্শনা পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান দ্রুততম সময়ের মধ্যে জন্মসনদ প্রস্তুত করার নির্দেশনা দেন। এ অবস্থায় দর্শনা পৌরসভার স্বাস্থ্য সহকারীদের সহায়তায় শিশু রুকাইয়া জান্নাতের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। পরে অনলাইনে শিশুটির জন্ম নিবন্ধন সম্পন্ন করে ক্লিনিকে অবস্থানরত শিশুর বাবা-মায়ের হাতে তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমীন খান, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী মেহেদী হাসান, দর্শনা পৌরসভার স্বাস্থ্যকর্মী কাকলী খাতুন, মাকসুদা খাতুন, নিপা মোনালিসা, শ্যামলি খাতুন ও মাসুমা খাতুন।
বিডি প্রতিদিন/এমআই