অন্ধকারে আলো, রহস্যে ঘেরা রাত আর ভয় জাগানো মজা—হ্যাঁ, হ্যালোইন ফিরে এসেছে আবারও! রাজধানীর প্রিমিয়ার হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করতে যাচ্ছে বছরের সবচেয়ে রোমাঞ্চকর ও ব্যতিক্রমী উৎসব—হ্যালোইন নাইট পার্টি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
এই বিশেষ রাতে পুরো ঢাকা রিজেন্সি পরিণত হবে এক ভৌতিক জগতে, যেখানে প্রতিটি কোণায় থাকবে ভয়, আনন্দ ও রহস্যের সমন্বয়।
শহরের জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন–এ অতিথিদের জন্য থাকছে স্পুকি বিবিকিউ বুফে ডিনার, সঙ্গে ফেস পেইন্ট, লাইভ মিউজিক, কস্টিউম কনটেস্ট, লাইভ ডান্স পারফরম্যান্স, এক্সাইটিং কেভ এক্সপেরিয়েন্স, র্যাফেল ড্র, ভয়াবহ ডেকোরেশন এবং ফটো বুথ—যেখানে ছবি তুললেই মনে হবে আপনি যেন ভূতের রাজ্যে!
অন্যদিকে, হোটেলের গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট–এ থাকছে বিশেষ হ্যালোইন বুফে ডিনার, যেখানে পরিবেশন করা হবে স্থানীয় ও আন্তর্জাতিক নানা পদ, প্রতিটি খাবারেই থাকবে একটুখানি ‘স্পুকি সারপ্রাইজ’।
এ ছাড়া, সিলেক্টেড কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বার–দের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার।
বিডি প্রতিদিন/ইই